কুয়াকাটা, (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছে। শুক্রবার ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পূর্ব পাশে রাধা কৃঞ্চ মন্দিরের সামনে ফিরোজ সিকদার নামে ওই পর্যটক যুবক সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন। এসময় আপন ভাগ্নে ও শ্যালকসহ তারা ৭ জন এক সঙ্গে সাঁতার কাটতে নামে। একপর্যায় ফিরোজকে তারা না দেখে প্রথমে হোটেলে খুঁজতে যায়। সেখানেও না পেয়ে তারা সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে বিকেল ৩টার দিকে ট্যুরিস্ট পুলিশকে জানায়। কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থালে হাজির হলেও নিখোঁজ পর্যটককে অনুসন্ধানে তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
একই সাথে সৈকতে সাঁতার কাটতে নামা নিখোঁজ ওই পর্যটকের বন্ধু মেহেদী জানান, তারা শুক্রবার সকালে কুয়াকাটা ভ্রমণে আসে। এরপর একসঙ্গে ৭জন সাঁতার কাটতে নামলে ফিরোজ নিখোঁজ হন। তার ধারণা সে ভাল সাঁতার জানতো না।
খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবরটি অনেক বিলম্বে তারা জানতে পারায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপড়তা চালিয়ে যাচ্ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মোঃ হাসনাইন পারভেজ জানান, নিখোঁজ পর্যটককে অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে তারাও কাজ করছেন।
উল্লেখ্য, পর্যটক ইলিয়াসের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রামে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। তার বাবার নাম মিলন সিকদার।