ঢাকাTuesday , 5 April 2022
  1. altro
  2. Раздел
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক খবর
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কুয়াকাটা এক্সক্লুসিভ
  8. খেলাধুলা
  9. জনদুর্ভোগ
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে ছাগল ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদান

rabbi
April 5, 2022 4:26 pm
Link Copied!

 

মহিবুল্লাহ পাটোয়ারী , স্টাফ রিপোর্টার :

উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে ৪৭ জন নারীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ছাগল ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মহিপুর ইউনিয়ন সাব অফিস চত্তরে আনুষ্ঠিনিক ভাবে এ বিতরন কার্যক্রম শুরু হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর “বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে ৪৭ জন মহিলাদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

অফিস সুত্রে জানা যায় নারীর প্রতি সহিংসতা রোধে ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বালিয়াতলী, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ভুক্তভোগী ৩৭ জনকে ছাগল, ৪ জনকে চায়ের দোকান, ৫ জনকে মিট কাপড় ও ১ জনকে হোগল পাতা সহায়তা প্রদান করা হয়।

 

বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের DRRALA প্রকল্পের ব্যাবস্থাপক সিলভেস্টার মাইকেল মধু, সহ-ব্যবস্থাপক রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাশ, লেন্ডার অফিসার নাসরিন আক্তার, ফিল্ড অফিসার উজ্জ্বল কুণ্ডু, তুষার বাড়ৈ, শাকিল তাং, ডনি মল্লিক প্রমুখ।

এসময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের DRRALA প্রকল্পের ব্যাবস্থাপক সিলভেস্টার মাইকেল মধু বলেন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও পরিবার পর্যায়ে নারীদের যথাযত মুল্যায়ন ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীতা অর্জনে ভুক্তভোগী অসহায় ৪৭ জন নারীদের এ আয়বর্ধন মূলক কাজের সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন এর মাধ্যমে বিকল্প আয় বৃদ্ধি পাবে এবং পরিবার পর্যায়ে নারীদেও প্রতি সহিংসতা নিরসনে ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।