লেখক- সোহাগ রানা
ফেব্রুয়ারি আসিলে ঝরে সবুজ
চিরহরিৎ পাতা,
ফেবরুয়ারি মনে করিয়ে দেয়
ভাষাশহিদের কথা।
তাজা রক্তের বিনিময়ে
পেয়েছি পতাকা।
গোধূলিলগ্নে ভেসে ওঠে স্মৃতি
বাংলাগগনে আকাঁ।
শুধিবে না ঋণ যদিও দেই
তনুবাকলে পুল,
চল ভাই দিয়ে আসি আজ
শহিদমিনারে ফুল।
স্বাধীনতাবীজ রোপিত ছিল
বাহান্নর দিনে,
একাত্তরের রক্ত পণে এনেছি
মোরা কিনে।
লক্ষ কোটি বীর শহিদের
রক্তের বিনিময়,
বাংলাভাষা মাতৃভাষা হলো
মোদের জয়।
বাংলায় কথা বলি আমি
গাহি বাংলাগান,
শান্তি পায় লাখো শহিদের
আত্মা ও প্রাণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।