
কুয়াকাটা প্রতিনিধি।।
আতিকুর রহমান মিলন ফেডারেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন উইন্টার মিনি ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টায় আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও আতিকুর রহমান মিলন ফেডারেশন ক্লাবের চেয়ারম্যান আতিকুর রহমান মিলনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক ফুটবলপ্রেমী দর্শক। খেলার শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা উপহার দেন।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।