
মহিপুর প্রতিনিধি।।
মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বাসিন্দা মোঃ মন্নান হাওলাদারের জানাজা নামাজ আজ মঙ্গলবার আছর নামাজ বাদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জনাব মোঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর সদর বিএনপির সভাপতি মিজানুর রহমান, ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হক হিরন, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজান প্যাদা, শ্রমিক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুম মোঃ মন্নান হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মোঃ মন্নান হাওলাদার আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।