
হাবিবুল্লাহ খান রাব্বী।।
কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় তাকে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে কলাপাড়া থানার পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে তিনি জেল হাজতে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।