
মহিপুর প্রতিনিধি।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মহিপুর প্রেসক্লাব।
মরহুমার রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহিপুর প্রেসক্লাবের হলরুমে কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাগরিব নামাজের পর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
মহিপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওহাব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক ও দোয়া মাহফিলে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশের সঞ্চালনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবুল কালাম আজাদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম পলাশ সরকার, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান ও মাহতাব হাওলাদার, সদস্য মাইনুদ্দিন আল আতিক, সহযোগী সদস্য আল-আমিন অনিকসহ আরও অনেকে। এছাড়াও কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য সাইদুর রহমান সাইদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে একজন সাহসী ও গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারী নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।