উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেইভ রিসোর্ট এন্ড ল্যান্ডমার্ক কোম্পানির চেয়ারম্যান মোঃ সেলিম সরকার বলেন, আমরা সুদমুক্ত হালাল ব্যবসা করতে চাই। হালালভাবে কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের ব্যবসার অংশ পাবেন। তিনি আরো জানান, হোটেলটির ৩০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী তিন বছরের মধ্যে হোটেলটি নির্মাণ কাজ শেষ হবে। ১২ তলা বিশিষ্ট এই সেইভ রিসোর্টে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে।
সেইভ রিসোর্ট এন্ড ল্যান্ড মার্ক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, কুয়াকাটায় অনেকেই হোটেল শেয়ার ব্যবসা করেছে। তাদের ব্যবসা সুদমুক্ত নয়। আমরা দেশের খ্যাতনামা আলেম ওলামাদের সম্বন্নয়ে হোটেল শেয়ার ব্যবসা শুরু করতে করেছি। যার কারণে এখানে প্রতারণার নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, পরিচালক এম এম নিশাদ, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম, মহিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো: নাজমুল হাসান, আরবি প্রভাষক মো: নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, কোম্পানির পরিচালক (সেলস) মোঃ আব্দুল আউয়াল। আনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মহিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সুরা সদস্য আব্দুল্লাহ আল নোমান ও মোঃ সুলতান আহমেদ।