নির্ভুল বার্তা ডেস্ক: শুক্রবার, ৬ জুন, ২০২৫:
কুয়াকাটা প্রেসক্লাবে আজ সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে কুয়াকাটা কেন্দ্রীয় বায়তুল আরজ জামে মসজিদের খতিব এবং ইমাম সমিতি মহিপুর থানা শাখার সভাপতি মাওলানা মো. মাইনুল ইসলাম মান্নান মসজিদের জমি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ৬০ শতাংশ জমির মধ্যে সামনের অংশের ১০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে সেগুলো থেকে প্রাপ্ত ভাড়া দিয়ে ইমাম, মোয়াজ্জিন ও নূরানী মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া হতো। কিন্তু গত বছরের ৫ আগস্টের কিছুদিন পূর্বে হঠাৎ করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে উক্ত দোকানগুলো ভেঙে দেওয়া হয়। তার দাবি, তৎকালীন স্থানীয় কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা মসজিদের জমিতে ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে মসজিদেও টাকা দিত এবং তারাও টাকা নিত।
সম্প্রতি জমি পুনরুদ্ধারে তিনি এবং আরও ১৫ জনের একটি প্রতিনিধি দল কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ইউএনও ওই জমি ইমামদের ব্যবস্থাপনায় ফিরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং নিজ উদ্যোগে সেখানে একটি মার্কেট নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেন মাওলানা মান্নান।
তিনি আরও বলেন, “স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বারবার এর প্রতিবাদ করলেও ইউএনও তাদের কথা উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করে মার্কেট নির্মাণ কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। এমনকি ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে সাধারণ মুসল্লিদের দমন করার চেষ্টা করেন।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল (৫ জুন) আসরের নামাজের পর স্থানীয় মুসল্লিরা মসজিদের জমি রক্ষার দাবিতে বিক্ষোভ করেন। এরপর ইউএনও রবিউল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই বিক্ষোভকে কেন্দ্র করে ‘আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি’ দেন এবং স্ট্যাটাসে আলেম সমাজকে কটাক্ষ করেন বলেও অভিযোগ করা হয়।
মাওলানা মান্নান ইউএনও’র বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং আশঙ্কা প্রকাশ করেন যে, ইউএনও যেকোনো সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি করতে পারেন। এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও মসজিদের জমি মসজিদের অনুকূলে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনের শেষ অংশে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমরা আশা করি, আপনারা বিষয়টি যথাযথভাবে অনুসন্ধান করে সত্যটি জাতির সামনে তুলে ধরবেন।”