কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার নয়ামিশ্রিপাড়ায় ভার্মি কম্পোস্ট ব্যবহার, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করণের লক্ষে কৃষক, ডিলার ও উদ্যোক্তাদের নিয়ে সমাবেশ করা হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার বিকেলে কারিতাস বরিশাল অঞ্চল, প্রয়াস প্রকল্প’র উদ্যোগে কুয়াকাটার নয়ামিশ্রিপাড়া ইদ্রিস গাজি বাড়ি এ সমাবেশ করা হয়। সমাবেশে প্রয়াস প্রকল্প, কারিতাস কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র লতাচাপলী ইউনিয়ন টিম লিডার মোঃ শফিকুল আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)’র নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাসেদুল হাসান।
এছাড়া ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণ উদ্যোক্তা এবং কৃষকদের উৎপাদিত সার ঔষধ বিক্রেতা ও ডিলারগণসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস মহিপুর অফিস মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ^াস।
সমাবেশে বাজারের কিটনাশক সাররের ব্যবহার কমিয়ে কৃষকদের উন্নতমানের ভার্মি কম্পেস্ট উৎপাদন, ব্যবহার এবং বাজারজাতকরণ সহ জৈব চাষাবাদে তাদের উদ্বুদ্ধ করণের লক্ষে আলোচনার মাধ্যমে পরামর্শ প্রদান করা হয়।