কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আলী হায়দার নামের এক যুবক হামলার শিকার হয়।
শনিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সারে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক কাওসার হাওলাদারের মধ্যে খেলোয়াড় পরিবর্তন নিয়ে কথা কাটাকাটি হলে রনি চৌধুরী নামের এক যুবকের সাথে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পরেই আলী নামের ওই যুবক মদ্যপান করা অবস্থায় দাড়িয়ে থাকা কাওসার নামের ওই ছাত্রদল নেতার গায়ে দ্রুতগতির মোটরসাইকেল চালিয়ে উঠিয়ে দিলে ছিটকে পড়ে মাথায় জখম হয়। এঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এছাড়া আর কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রায় আধাঘন্টা পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগ রয়েছে, আলী নামের ওই যুবক মদ্যপান করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পরবর্তীতে হামলার সূত্রপাত করেন। এছাড়াও আওয়ামী লীগের শাসনামলে আলী নামের ওই যুবকের বিরুদ্ধে আওয়ামী দলীয় প্রভাব বিস্তার এবং কুয়াকাটা ছাত্রলীগের ছায়াতলে থেকে বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে হামলায় জরিত রনি চৌধুরী ও সাকিব চৌধুরী এই দুই চাচাতো ভাইয়ের বিরুদ্ধেও ছাত্রলীগ করার অভিযোগ রয়েছে। এবিষয়ে স্থানীয় অনেকেই পতিত সরকারের আমলে তাদের কর্মকান্ডের বিষয়ে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।
গোপন সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ইন্ধনেই মূলত ছাত্রলীগ থেকে বেড়ে ওঠা আওয়ামী লীগ ভূঁইফোড় লোকজন বিএনপিতে ভিড় জমাতে সুযোগ নিচ্ছে এবং নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে অপর কোরামের নেতৃবৃন্দদের নামে দায়ভার চাপিয়ে দলীয় ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে। যাতে কৌশলে তারা মাঠ চষে বেড়াতে সহায়ক ভূমিকা রাখে।