মোঃ সোলায়মান গাজী, কুয়াকাটা প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়াকাটা পৌর শ্রমিক লীগের উদ্যোগ বর্নাঢ্য রেলী বের করা হয়।
রেলীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মঙ্গলবার সন্ধা ৬টার দিকে রেলি শেষে কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্বাস কাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূইয়া, সিনিয়র সহ সভাপতি গাজী ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম শেখ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, শাহ আলম হাওলাদার,পৌর যুবলীগ আহবায়ক মোঃ ইসাহাক শেখ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ হাবিব হাওলাদার, কুয়াকাটা পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস শেখ, ছাত্র লীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, ব্যবসায়ী নেতা মোঃ নিজাম হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও পরিবারের নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর রেলী ও আলোচনা সভার আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।