কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
মহিপুর প্রেসক্লাবের সদস্যদের সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে মহিপুর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বীর সভাপতিত্বে সভায় সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপুর থানা বিএনপির সভাপতি, জলিল হাওলাদার, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু গাজী, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু খান, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকতা এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। মহিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য জাহিদ রিপন এবং নবাগত সদস্য মিজানুর রহমান রিপন তাদের বক্তব্যে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন তার বক্তব্যে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যমকে সব সময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকরা বিএনপি নেতার সাথে মতবিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।