দ্বি-বার্ষিক এ সম্মেলনে হাজিপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম এ মতিন। এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব মোঃ মনজুরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক দক্ষিণ ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান (মজনু), বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক ও হেতালিয়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী (পিরু), বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা সদস্য ও লোহালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারী প্রধানগণ, সহকারী শিক্ষক শিকিক্ষা সহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শিক্ষকদের ঘরভাড়া, চিকিৎসা ভাতা ,অবসর সুবিধা, উৎসব ভাতা সকল সুযোগ সুবিধার ন্যায্য দাবি সহ নানা বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণ করার জোর দাবী জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।