ঢাকাThursday , 31 October 2024
  1. blog
  2. Catalog of articles
  3. dating
  4. dating-advice
  5. Discussione
  6. erotic lingerie
  7. Mail Order Brides
  8. Online dating
  9. washine machine
  10. অপরাধ
  11. আইন আদালত
  12. আন্তর্জাতিক খবর
  13. আবহাওয়া
  14. ইসলাম
  15. কুয়াকাটা এক্সক্লুসিভ
আজকের সর্বশেষ সবখবর

গত নির্বাচনে অংশ নিতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলো হাসিনা সরকার। – ভিপি নূর

rabbi
October 31, 2024 3:27 pm
Link Copied!

জেলা প্রতিনিধি পটুয়াখালী:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গত সরকারের আমলে শেখ হাসিনা টেলিফোন করে আমাদেরকে নির্বাচনে যেতে অনুরোধ করেছেন। গণভবনে নিয়ে গেছেন, গণভবনে গিয়ে আমরা মাথা বিক্রি করে দেইনি, বিবেক বিক্রি করে দেইনি। শেখ হাসিনার টেলিফোনে, ডিজিএফআই, এনএসআই এর চাপ এর পর ঔষধের কার্টুনে করে ১২ কোটি টাকা নিয়ে এসেছিলো।

বুধবার দুপুরে পটুয়াখালী গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন ‘এই গণ আন্দোলন আমরা যখন শুরু করেছিলাম তখন অল্প কিছু ছাত্ররা শুরু করেছিলাম। সেটার জন্য আমরা হামলা মামলার শিকার হয়েছিল। ঢাকা বিশ^বিদ্যালয়ের ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমি ভিপি নির্বাচিত হয়েছি, কিন্ত নির্বাচিত হয়ে ২৫ বার হামলা মামলার শিকার হয়েছি।

তিনি আরো বলেন, আমরা পরিস্কার ভাবেই বলেছি, বাংলাদেশের মানুষ এ রকম একটি রাজনৈতিক সংকট কালিন সময় আমাদের মত তরুণদের নিয়ে আশাবাদী ছিলো। এই অপশক্তির বিরুদ্ধে তরুণরা আগামীতে একটা ভালো কিছু করতে পারবে। আমরা যদি বিক্রি হয়ে যাই তবে মানুষ হতাশ হবে, যে এই দেশে আর কিছু হবে না। যে কারনেই এই স্রোতের বিপরিতে প্রতিকূল সময়ে অপশহীন থেকে এই পট পরিবর্তনের দিকে এগিয়ে গেছি।

ভিপি নূর তার বক্তব্যের শেষ দিকে দুই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকান্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘পটুয়াখালীর মত দেশের বিভিন্ন এলাকায় দুই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উৎপাত শুরু হয়েছে। তারা বিভিন্ন জনকে হামলার হুমকি দিচ্ছে। সাংবাদিকদের হয়রানি করছে, ঢালাও ভাবে আওয়ামীলীগের ট্যাগ দিচ্ছে। মামলা বানিজ্য শুরু হয়েছে। আন্দোলন করলো ছাত্র-জনতা আর এরা শুরু করেছে হামলা-মামলা,মিস্টি খাওয়ার ব্যবসা। এরা যে মাথা গজিয়েছে, তা এখনই ভেঙ্গে দিতে হবে।’

মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম সহ গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সময়ে গত তিনদিন যাবত নুরুল হক নূর পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় সমাবেশ করছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।