নির্ভুল বার্তা ডেস্ক :
পটুয়াখালীর মহিপুর কারিতাস বরিশাল অঞ্চল’র উদ্যোগে ঘূর্ণীঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় কারিতাস মহিপুর অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় লতাচাপলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৬০ পরিবারের মাঝে নগদ অর্থ ৬ হাজার টাকা, একটি ২০ লিটার বালতি, ২ পিচ সাবান, ১ কেজি সাবানের গুড়া, একটি পানির পাত্র, একটি মগ, ও ১ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ প্যাকেট খাবার স্যালাইন, একটি রিচার্জেবল লাইট, বিতরণ করা হয়েছে। ৩২০ পরিবারের মধ্যে ঘূর্ণীঝড় রেমালে বেশী ক্ষতিগ্রস্ত এমন ৩৫ পরিবারে আরও নদগ অর্থ ৩৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কারিতাস প্রয়াস প্রকল্প, কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মোঃ মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাব’র সদস্য মোঃ হাফিজুর রহমান আকাশ, মাঈনুদ্দীন আল আতিক, আল-আমিন অনিক সহ অত্র এলাকায় জন প্রতিনিধি ও উপকারভোগী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছিলেন কারিতাস মহিপুর অফিস মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ^াস ও হাসান মাহমুদ।