পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে এক সময়ের অস্ত্র ও মাদক মামলার আসামি জাপা নেতা বিএনপির কমিটির তালিকায় শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে বেসরকারি আইপি টেলিভিশন কাজীটিভি এইচডি। উক্ত সংবাদে প্রকাশ হয়।
গত ২০১৬ সেন অস্ত্র ও মাদক মামলা আটক হন এম আলিম আকন এরপর গত ২০১৭ সনে জাতীয় পার্টিতে যোগ দেন আলিম আকন এর পর পালাবদল করে সুচতুর আলিম আকন আবার ২০২২ সনে বাংলাদেশ জাতীয়তাবদল বিএনপি’র পটুয়াখালী পৌর শাখার সহ সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করে নিজেকে। একাধিক দলীয় পদে রদবল ও বিগতদিনের কর্মকান্ড নিয়ে ভিডিও প্রকাশ করার পর তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়।
পটুয়াখালী সদরের কলাতলার বাসিন্দা আলিম শেখ নামে এক যুবক ফেসবুকে ঐ ভিডিওর লিংক শেয়ার ও লাইক দিলে প্রচন্ড ক্ষিপ্ত হয় এম আলিম আকনের পুত্র আবিদ আকন। শনিবার কলাতলা হাউজিং অফিসের সামনে অতর্কিত ভাবে হামলা চালায় আবিদসহ চার পাঁচজন হামলায় মাথায় চারটি সেলাই ও শিরিলের বিভিন্ন স্থানে নীরা ফুলা জখম হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় আলিম।
জানা যায় আহত আলিম পটুয়াখালী পৌর যুবদলের ৮ নং ওয়ার্ডের সিনিয়র সভাপতি পদে আছেন। আহত আলিম জানায়,আলিম আকনের নামে সংবাদ প্রকাশের লিংক লাইক ও শেয়ার করাটাই আমার কাল হয়ে ধারিয়েছে।
হামলার সময় উপস্থিত আউয়াল আকন জানান, সংবাদ প্রকাশের কারনে সাংবাদিক ও সংবাদ শেয়ার করীদের খোঁজ করে হামলাকারী আবিদ আকন এবং এ সময় হালিমের মুঠোফোন ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় আবিদ এবং সংবাদ প্রকাশ করা সাংবাদিক ও সংবাদ লিংক শেয়ার করা সকলকে দেখেনেয়ার হুমকি দেয় আবিদ।
সার্বিক বিষয় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেন আহতর স্ত্রী মোসাম্ত রুমা বেগম যাহার অভিযোগ নং এস এল ৪১৫১। লাইফ শেয়ার করায় কলাতলা বাসিন্দা মো,জামাল আকন নামে অপর একজনকে মারদর ও প্রাণনাশের হুমকি দেন এম আলিম আকন।
হামলা ও হুমকির বিষয় অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে আলিম আকন ও তার পুত্র আবিদ আকনকে সাক্ষাৎ পাওয়া যায়নি। সাধারণ জনগন মনে করছেন আলিম আকন ও তার পুত্র আবিদ আকনের তান্ডব দিনে বেড়েই চলছে একাধিক বার বিভিন্ন সময় এই পরিবারের বিরুদ্ধে থানাসহ সরকারি স্থানীয় ভাবে অভিযোগ করলেও কোন রকম প্রতিকার না হওয়াতে দিনে বেড়েই চলছে নৈরাজ্য এর প্রতিকার হওয়া উচিৎ।