মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা থেকেঃ
আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ দিবস উপলক্ষে বিশ্ব নন্দিত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক বেড়েছে পূর্বের তুলনায় অনেকটাই বেশী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এই প্রথম সূর্যোদয় ও সূর্যাস্তের বেলা ভূমি কুয়াকাটায় উন্মুক্ত পরিবেশে পদাচারণায় আনন্দ উপভোগ করছে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকরা।
কেউ সমুদ্রের ঢেউয়ের তালে তালে গোসল করছে, কেউ ঘোড়ার পিঠে, কেউ মোটরবাইকে,কেউ ছবি তুলছেন, কেউবা আবার মনের সুখে গিটার বাজিয়ে গাইছে গান।
ময়মনসিংহ,বরিশাল,পটুয়াখালী থেকে আসা পর্যটকদের সাথে কথা হয়। ওই সকল পর্যটকরা জানান, সমুদ্র সৈকত কুয়াকাটা খুবই দৃষ্টি নন্দন, কেউ কেউ বার বার আসেন কুয়াকাটায়।
তবে আকাশে ঘনকালো মেঘ থাকার কারনে সূর্যাস্ত দেখা যায় নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।