মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা থেকেঃ
কুয়াকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সভা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে পর্যটন ইউথ ইন কুয়াকাটা’র সামনে অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌরসভার আমির মাওঃ মাইনুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মুহাম্মদ শাহ আলম , সদস্য , কেন্দ্রীয় মজলিশে শুরা ও আমীর, পটুয়াখালী জেলা শাখা, অধ্যক্ষ আঃ সালাম খান, সদস্য কেন্দ্রীয় মজলিশে শুরা ও নায়েবে আমীর, পটুয়াখালী জেলা শাখা, এ্যাড. নাজমুল আহসান, নায়েবে আমির, পটুয়াখালী জেলা, অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ, সেক্রেটারি, পটুয়াখালী জেলা, মাওঃ আব্দুল কাইয়ুম, আমীর, কলাপাড়া উপজেলা শাখা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুই হাজার ছয় সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধী দলের নেত্রী ঘোষণা দিয়ে ছিলো , যার কাছে যা আছে লগি,বৈঠা নিয়ে যাবেন ঢাকায়। তার নির্দেশে ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছাত্র শিবিরের শত শত নেতা কর্মীদেরকে সাপের মতো পিটিয়ে মেরেছিলো, শুধু তাই নয় লাশের উপর নৃত্য করেছিলো। এবং সারা দেশের মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলো। কিন্তু ২৪ সালের ৫ই আগষ্ট সেই ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ নতুন একটি বাংলাদেশের জন্ম দিয়েছে।
মাগরীবের নামাজ শেষে হামদ, নিরীহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।