কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার মহিপুর ভার্মি কম্পোস্ট উৎপাদন, প্রচার ও মার্কেটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে ধরিত্রী প্রকল্প, কারিতাস বরিশাল অঞ্চল এর উদ্যোগে কুয়াকাটার নবগঠিত থানা মহিপুর কারিতাস অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রয়াস প্রকল্প, কারিতাস কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কলাপাড়া বৈজ্ঞানিক সহকারী মোঃ আফজাল হোসেন, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)’র নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মহিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাত করণ উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার সার ঔষধ বিক্রেতা ও ডিলারগণ সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছিলেন কারিতাস মহিপুর অফিস মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ^াস ও ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামী।
আলোচনায় উন্নতমানের ভার্মি কম্পেস্ট উৎপাদন, ব্যবহার এবং বাজারজাতকরণ সম্পর্কে আলোকপাত করা হয়। ##