নির্ভুল বার্তা ডেস্ক :
কুয়াকাটায় অসংক্রামক রোগ প্রতিরোধে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে বেসরকারি সংস্থা এসএসডিপি‘র উদ্যোগে সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স এর অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মো: মনির শরীফ। এসময় বক্তব্য রাখেন পৌর সচিব মো: হুমায়ন কবির, হিসাব রক্ষক গাজী মো: আনোয়ার হোসেন, সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ, এসএসডিপি‘র নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)‘র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমান। সভায় বিষয় ভিত্তিক অনেক সিদ্ধান্ত নেয়া হয়।
যেমন, অসংক্রামক সম্পর্কে পৌরবাসীকে সচেতন করা। পৌর এলাকার সকল হোটেল রেষ্টুরেন্ট-এ মোবাইল কোর্ট এর মাধ্যমে খাদ্যমান নিয়ন্ত্রণ করার জন্য স্যানিটেরি ইন্সপ্যাক্টরকে সহায়তা করা। বাজেটে অসংক্রামক রোগ প্রতিরোধে কর্মসূচী ভিত্তিক বাজেট বরাদ্ধ রাখা ও তামাক বিরোধী কার্যক্রমে (বাজেট) বরাদ্ধ রাখা।