সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়
সরকার শক্তিশালী করতে হলে অনেক বিষয় সংশোধন একান্ত অপরিহার্য বলে মনে করেন । কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল খান আজ বুধবার ১১ অক্টোবর বিকাল ৪ টার দিকে নির্ভুল বার্তা, অফিস কক্ষে বার্তা সম্পাদক মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী’র সাথে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৯ সাল স্থানীয় সরকার শক্তিশালী নির্ভুল স্বচ্ছ জবাবদিহি মূলক করার লক্ষ্যে জনাব, সচিব অমিত স্যার মহোদয় কাছ থেকে ট্রেনিং শেষে সার্টিফিকেট পত্র গ্রহণ করেন।
সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছেন। উপজেলা
পর্যায়ের দপ্তর গুলির ভাইস চেয়ারম্যানদেরকে স্থায়ী কমিটির সভাপতি করেছেন। কিন্তু গল্পের সারমর্ম যেন শূন্য, স্ট্যান্ডিং কমিটি জ্যান্ত মরা লাশ।
উল্লেখযোগ্য কিছু বিষয় তুলে ধরলাম। জবাবদিহিমূলক সুফল পেতে হলে আইনের পরিবর্তন একান্ত অপরিহার্য ।
১। ভাইস চেয়ারম্যানদের সাইনিং পাওয়ার দিতে হবে।
২। ১৭ টি দপ্তরের সরকার কর্তৃক যে উপকরণ আসে সে বিষয়ে মন্ত্রণালয় থেকে সরাসরি ভাইস চেয়ারম্যানদের চিঠির আকারে অবগত করতে হবে।
পরিশেষে আমলাতান্ত্রিক জটিলতার বিষয় সুস্পষ্ট নীতিমালা ম্যানুয়ালে লিপিবদ্ধ করতে হবে।
নয়তো কখনোই স্থানীয় সরকার স্বচ্ছ নির্ভুল জবাব দিহী মূলক শক্তিশালী ও দুর্নীতিমুক্ত হবে না।