কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের ৩ কোটি ১৫ লাখ ৩ হাজার টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন শ্রেণি পেশার লোকদের উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করে উপস্থিতিদের মতামত নেয়া হয়।
বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর সহযোগিতায় বাজেট সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)‘র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মো: হাবিবুল্লাহ খান রাব্বী, ফাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: রব সিদ্দিকী, এনএসএস এর একাউন্ট এন্ড এডমিন অফিসার মো: জিয়াউল হক, প্রজেক্ট ফ্যাসিলেটেটর রুমা সহ পরিষদের সদস্য-সদস্যা এবং বিভিন্ন শ্রেণি পেশার লোক এসময় উপস্থিত ছিলেন।
পরিষদের তথ্য সহায়তা কেন্দ্রে কর্মরত মঞ্জুরুল আলম এর সঞ্চালনায়, সভায় বাজেট উপস্থাপন করেন সচিব রাশেদ নিজাম।