মোঃহাবিবুল্লাহ খান রাব্বী।।
মহিপুরে চাচা শশুর কর্তৃক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গত 08মে বেলা 11টার দিকে সরেজমিনে দাড়িয়ে অভিযোগ করেন ভুক্তভোগী আবুল কাসেম। তিনি বলেন, মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মৃত্যু হাতেম আলী শেখ এর মৃত্যুতে দীর্ঘ প্রায় 30বছর অতিবাহিত হলেও বোনদের ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নয় ছয় বুঝিয়ে ভোগদখল করেন ভাই ইউনুস শেখ। বর্তমান জমির মুল্য অনুপাতে বোনেরা ভাই ইউনুস শেখের কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু তাতে তিনি রাজি হননি। ফলে তাদের নিকটাত্মীয় মো: নুর আলম সিদ্দিকীর নিকটমৌজা-শিববাড়ীয়া, জে এল নং 26,খতিয়ান নং 48, বি এস-২৯৮/এস এ-৩০২,৩০৩, বি এস 631, হইতে ওয়ারিশদের পাওয়া 11.5 শতাংশ জমি 3লাখ1হাজার টাকায় সাব কলা দেন। এবং সরেজমিনে জমি ক্রেতাকে বুঝিয়ে দেন। কিন্তু লক্ষনীয় বিষয় ইউনুস শেখ তাদের ওয়ারিশদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ক্রয়কৃত জমিতে বসতীস্থাপনকারী বাতিজি জামাই আবুল কাসেমকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতনসহ মিথ্যা মামলা করে হয়রানি চালিয়ে যাচ্ছে। ইউনুস শেখের হয়রানি থেকে রেহাই পেতে স্থানীয় ভাবে একাধিকবার বৈঠক দিলেও কারো শালিশ তিনি মানেননা।
এব্যাপারে ইউনুস সেখের ছোট ভাই হাবিব শেখ জানিয়েছেন, তার বড় ভাই ওয়ারীশদের প্রতি রীতিমতো অবিচার চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে অভিযুক্ত ইউনুস শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, বন্টন মামলা করা হয়েছে দাগ অনুযায়ী ওয়ারিশরা জমি নিবেন।