মোঃ শফিকুল আলম বাবুল খান, প্রকাশক, দৈনিক নির্ভুল বার্তা :
সমাজ এবং সভ্যতা আজ মানববেদীতে আক্রান্ত, সেই বেদী নিয়ে আজ আমার কিছু কথা। অনেকদিন হয় কিছু লেখিনা, অবশ্য লিখতে ইচ্ছে করে না। প্রশ্নটা প্রশ্নের জায়গায় থাক, লোক চক্ষুর অন্তরালে কালো থাবার গ্রাসে সামাজিক সভ্যতা নিমজ্জিত। লোকচক্ষুর মানবতা এবং সভ্যতার জন্য, একজন নির্ভুল মানুষ এই সমাজে একান্ত অপরিহার্য। মানুষ তার স্ব- স্ব অবস্থান থেকে অর্থনৈতিক এবং নৈতিক কারণে মানুষের ব্যক্তিত্বের বিঘ্নতার মাঝে বিরাজমান । আর ভালো মানুষের অভাবের কারণে মানব সমাজের সভ্যতা আজ হুমকির মুখে।
আমার বাবা প্রায়ই বলতেন, তুমি সেই মানুষটির সাথে চলো। যে মানুষটি তোমাকে একটু জ্ঞান দান করতে পারে।পেয়েছি কি! পাইনি ঠিক, বুঝতে পারছি না। আজ দীর্ঘ ৪০ বছর পর্যন্ত একটি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। সেই রাষ্ট্রের মূল মন্ত্র গণতন্ত্র। যার নেতৃত্ব দিয়ে থাকেন এই সমাজের প্রথম সারির মানুষগুলি ( অবশ্য তারা দাবি করেন) প্রতিনিয়ত আজ দেখা যায় অন্যায় অনৈতিক কর্মকাণ্ডে আজ সমাজব্যবস্থা নাবিশ্বাস্য রুপ ধারণ করেছে। (সংক্ষিপ্ত) পর্ব-১