ঢাকাSaturday , 10 September 2022
  1. blog
  2. Catalog of articles
  3. dating
  4. dating-advice
  5. Discussione
  6. erotic lingerie
  7. Forum dei Sahaj Yogi dell'Ucraina
  8. Mail Order Brides
  9. Online dating
  10. Vari
  11. Varie
  12. washine machine
  13. Болталка
  14. ВордПресс
  15. Головна
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর পায়রা বন্দরে হবে আর্ন্তজাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা  

rabbi
September 10, 2022 10:17 am
Link Copied!

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
  • পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় ১০৫ একর জমির উপর নির্মাণ হবে দেশের প্রথম টেকসই জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা। এটি নির্মাণ হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। সে সঙ্গে এ অঞ্চলের ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে ।
২০২৩ থেকে ৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এরই মধ্যে রাবনাবাদ চ্যানেল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। বৃহষ্পতিবার দুপুরে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
এ সময় তিনি আরো বলেন, ক্যারেলা থেকে শুরু হয়ে কোথাও জাহাজ মেরামতের কারখানা নেই। এখানে রিপিয়ারিং ইয়ার্ড নির্মাণ হলে শুধু বাংলাদেশ নয় ইউরোপসহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেরামত করা যাবে। জমি অধিগ্রহণের পর এ বছর থেকেই কার্যক্রম শুরু হবে।
পরিদর্শকালে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, বিএসিসির পরিচালক বেগম বদরুন নাহার ও পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর এম মামুনুর রশীদ।
এর আগে ২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
এ সময় শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। পরে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে বিএসইসি এর সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুইটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।