কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটায় বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। জ¦ালানি তেলের মূল্য, পরিবহণের ভাড়া বৃদ্ধি সহ সকল মালামালের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং সারাদেশে বিএনপি’র নেতা কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তথা আগামী সংসদ নির্বাচন তত্ত¡াবধায়ক সরকারের অধিনে হওয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সোমবার সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এ উপলক্ষে সোমবার সকালে কুয়াকাটা পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুয়াকাটার কয়েকটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ আজিজ মুসুল্লীর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি মোঃ আঃ আজিজ মুসুল্লী ও সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদার সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে বিএনপি’র মিছিল ও প্রতিবাদ সভা প্রতিহত করতে গত রোববার আওয়ামীলীগের নির্দেশে কতিপয় নেতা কর্মী ও সমর্থকরা কলাপাড়া, মহিপুর, আলীপুর ও কুয়াকাটার বিএনপি’র অফিস ভাংচুর করে এমনকি বিএনপি’র অনেক নেতা কর্মীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়াগেছে।