মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের। খাবার এবং আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় আবাসিক হোটেল ব্যবসার লাইসেন্স না থাকায় হোটেল তাজ, প্যারাডাইস, সানফ্লাওয়ার ও হোটেল সী বীচ ইনে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবার হোটেল যমুনা, কলিম ও মায়ের দোয়া হোটেলের মালিককে মোট ১৩ হাজার সহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন।
এসম নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটক সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।