মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী ॥
মহিপুরে বসত ঘর উল্টেফেলাসহ মালামাল লুটের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে।
৩০ জুন বেলা ১১টার দিকে অভিযোগ কারী মোসাঃ মাহিনুর বেগম (৩২) জানিয়েছেন, মহিপুর থানার সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে তাদের বাড়ি একওই গ্রামের পার্শ্ববর্তী আলামিন, মোশারেফ, জাকির, মহিউদ্দিনের সাথে দীর্ঘদিন জমাজমি সংক্রান্ত বিরোধ চলছে। এর ধারা বাহিকতায় মহিপুর থানায় মিথ্যা অভিযোগ লিখাইয়া তাহার পিতা মোঃ বাচ্চু হাওলাদারকে পুলিশ কর্তৃক ধ্রীত করাইয়া কোর্টে চালান দেয়। যাহার মামলা নং-জি আর ১৭১/২২। সেই সুযোগে ২৮/০৫/২০২২ গভীর রাতে আসামী মাইনুদ্দিন হাওলাদারের পুত্র মোঃ আল আমিন হাং(২৮), মৃত্যু সৈয়দ আলী হাওলাদারের পুত্র মোঃ মোশারেফ হাওলাদার (৩৫), আঃ রশিদ হাওলাদারের পুত্র মোঃ জাকির হাওলাদার, মহিউদ্দিন হাওলাদারের কন্যা মোসাঃ আখি বেগম(২৫), মৃতু হানিফ হাওলাদারের পুত্র মোঃ মহিউদ্দিন হাওলাদার(৬০), মহিউদ্দিন হাওলাদারের স্ত্রী দুলিয়া বেগম (৪৫)জাকির হোসেনের স্ত্রী মোসাঃ হাওয়া বেগম (২৮), মোশারেফ হাওলাদারের স্ত্রী মোসাঃ শিল্পী বেগম(২৫), মৃত্যু সেকান্দার চৌকিদারের পুত্র আ ঃরব হাওলাদার(৫৫), রুহুল আমিনের স্ত্রী মোসাঃ জয়নব বিবি(৫৫) এরা নব নির্মিত টিন সেট বসত ঘর জোর যুলুম উল্টে ফেলে এবং ভাংচুর করে ১ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মোকাম কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাহিনুর বেগম বাদী হয়ে ২৬/০৬/২২ইং একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পি বি আই’তে তদান্তধীন রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আলামিন হাওলাদারসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের কাউকে পাওয়া যায়নি।