কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে জায়গা জমি নিয়া বিরোধের জের ধরে খলিলুর রহমান (৫৫) এর উপর হামলার ঘটনা ঘটেছে।
২৮ জুন (মঙ্গলবার) রাত ৮ টার সময় খলিলুর রহমানকে বাড়ীর মসজিদের সামনে থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র, ইট, লোহার পাত দিয়ে কুপিয়ে জখম করে ও লোহার দন্ড দিয়ে বর্বর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে দুই পা ভেঙ্গে দেয়। প্রাথমিকভাবে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা শেষে রাত ১০ টায়, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মামুন মেম্বারের ছত্র ছায়ায় গড়ে ওঠেছে মহিপুরে একদল বাহিনী এদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কিত। এর আগে তার বিরুদ্ধে ট্যুরিস্ট হয়রানি অভিযোগের মামলায় জেল খেটেছে বলে অভিযোগ রয়েছে।
আহতের পরিবারের দাবী, খলিলুর রহমানকে হত্যার উদ্দেশ্য এমন হত্যা যোগ্য ঘটনা ঘটিয়েছে এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানায়, এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।