মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর থানা প্রতিনিধি) :
মহিপুর থানা পুলিশ ও মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমূদ্রে মাছ শিকারের উদ্দেশ্য রওয়ানা হওয়া ২টি ট্রলার আটক করা হয়েছে ।
মহিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়েরের ও উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে বৃহস্পতিবার ভোর রাতে ৩ নদীর মোহনা থেকে সমূদ্রগামী এফবি আব্দুল্লাহ ২ ও এফবি ফাহিম নামের ২টি মাছ ধরার ট্রলার বরফ ও জাল সহ আটক করা হয়।
পরে দুপুরে কলাপাড়া উপজেলা মৎষ্য কর্মকর্তা অপু সাহা পুলিশ ও স্থানীয় জনতার উপস্থিতিতে দুটি ট্রলারের মালিক কে পৃথক ভাবে ১৬ হাজার করে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেন এবং ট্রলারে মজুদকৃত বরফ নদীতে ফেলে দেওয়া হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের বলেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেসকল জেলেরা সমূদ্রে মাছ শিকার করছে এবং যেসকল অসাধু মৎষ্য ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ কেনাবেচা করছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন নিষেধাজ্ঞা উপেক্ষা কারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য গভীর সমূদ্রে মৎস্য শিকারে ২১ মে থেকে চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা।