গতকাল রাতে মোরগ মার্কার ভারা করা সন্ত্রাসী রিয়াজ বানাই বা ভাগিনা রিয়াজের হাতুরির আঘাতে গুরুতর আহত ২।
৭নং লতাচাপলি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ২নং ওয়ার্ড মানে একটি আতংক। কারন” সেখানে বসবাস সাবেক মেম্বার আবুল হোসেন কাজীর। যার প্রতিক মোরগ মার্কা। যিনি ক্ষমতা ছাড়তে একেবারেই নারাজ। তিনি তার এ ক্ষমতা টিকিয়ে রাখতে যা যা করনিয় আছে সব তিনি করছেন। এখন তিনি কিছু সন্ত্রাস বাহিনী নিযুক্ত করেছেন। যাদের মুল কাজ ২নং ওয়ার্ড আতংকিত রাখা।
গতকাল ১১ জুন দিবাগত রাতে ফুটবল মার্কার কর্মী আলিপুর থেকে বাড়ির উদ্দেশ্যে আসলে, ওত-পেতে থাকা রিয়াজ বানাই, রবি, সোহাগ, জাহিদুল, মেহেদী ও রফিক নামের ৬ থেকে ৭ জনের একটি গ্রুপ অতর্কিত হামলা চালায়। এবং ওই সকল সন্ত্রাসীদের হাতে থাকা হাতুরি দিয়ে হাতের আঙ্গুল ও পা’য়ের গিড়ায় আঘাত করে গুরতর আহত করে। পরে এ বিষয় জানা জানি হলে রিয়াজ বাহিনী স্থান ত্যাগ করে। এবং আহতদের তুলাতলি ২০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়।
পরে ঘটনা স্থান থেকে পুলিশ জাহিদুল নামক এক সন্ত্রাসীর গাড়ি জব্দ করে থানায় প্রেরণ করে।
এ বিষয় ফুটবল মার্কার প্রার্থী আবদুল জলিল ঘরামী বলেন, এমন হামলা আবুল কোম্পানি প্রতিনিয়ত চালাচ্ছে আমাদের উপরে। প্রশাসনকে বলা হলেও নেয়া হচ্ছে না কোনো আইনি ব্যবস্থা। তাই নির্বাচন কমিশনের কাছে আকুল আবেদন, এই আবুল হোসেন কাজীর সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় নেয়া হোক। যাতে করে আমার ভোটর’রা ঠিক ভাবে ভোট দিতে পারে।