৭নং লতাচাপলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুজব ছরিয়ে মাঠ দখল করতে চায় মোরগ মার্কা। এমন অভিযোগ পাওয়া গেছে।
৭নং লতাচাপলি ইউনিয়ন পরিষদ নির্বাচন’কে ঘিরে বরাবরের মতোই আলোচনা ও সমালোচনাতে ২নং ওয়ার্ড। এবার এ ২নং ওয়ার্ডে ফুটবল ও মোরগ মার্কার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
অভিযোগ পাওয়া গেছে, মোরগ মার্কার প্রার্থী সহ কর্মীরা বিভিন্ন কৌশলে গুজব ছরিয়ে জনগনকে বিভ্রান্ত করে ফুটবল মার্কার ভোট নষ্ট করার পায়তারা চালাচ্ছে।
জানা যায়, গত ০৩ জুন দিবগত রাতে মোরগ মার্কার প্রার্থী আবুল হোসেন কাজী’র সহধর্মিনী’কে কুপিয়েছে ফুটবল মার্কার সমর্থক’রা.! এমন গুজব ছরায়। অতঃপর এ গুজব আতংক হয়ে ছরিয়ে পরে ২নং ওয়ার্ড সহ পার্সবর্তি ওয়ার্ড গুলোতেও। পরে মহিপুর থানা পুলিশ এ বিষয়টিকে আমলে নিয়ে ততক্ষনিক তদন্ত করে দেখেন এটি একটি গুজব। পরে মহিপুর থানা পুলিশ পরিস্থিতি শান্ত করেন।
ফুটবল মার্কার প্রার্থী আবদুল জলিল ঘরামী বলেন, শুধু এমন গুজব নয়, এছাড়াও ভোট চাইতে যাওয়া আমার কর্মীদের উপরে চালায় মোরগ মার্কার কর্মীরা হামলা। প্রতিদিন এক ভাবে না এক ভাবে আমাদের উপরে রটে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র। আমরা শান্ত পরিবেশ চাই, তাই এর কোনো বিপরিত পদক্ষেপ নেইনি। তাই মহিপুর থানা পুলিশের উপরে ভরসা রেখে আমরা নির্বাচনিয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ২নং ওয়ার্ডবাসীকে গুজব হতে সতর্ক থাকতে এবং যাতে করে কেউ গুজবে কান না দেয়। যারা এমন গুজব ছড়াচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।