ঢাকাSunday , 29 May 2022
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে ভূমি দস্যুরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকা স্থাপনা ণির্মান উল্টো চাঁদাবাজী মামলা ॥

rabbi
May 29, 2022 8:09 am
Link Copied!

নির্ভুল বার্তা :
মহিপুরে ভূমি দস্যুরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকা স্থাপনা ণির্মান করাসহ উল্টো চাঁদাবাজী মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। ২৯ মে বেলা ১১ টার দিকে মহিপুর প্রেসকাবে মোতালেব (৪৫), পিতা মৃতু মেনাজ হাওলাদার এ অভিযোগ করেন। এ সময় তিনি অভিযোগে বলেন, মহিপুর থানার জে এল নং ৩৪ লতাচাপলী মৌজা ও কিসমতে এস এ ৬ নং খতিয়ানের ২৯৮৯,২৯৯৮,২৯৯৯,৩৬৬৯ নং দাগ। বি এস জে এল নং ৫৮ আলীপুর বি এস খতিয়ান নং ১৪২৫ ও ৫০৫২। উক্ত জমিতে দীর্ঘদিন ধরে বরগুনা জেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের মৃতু মোসলেম আহম্মদ গাজীর পুত্র মোঃ ছাইফুল কবির(ছগির ৪২) এর সাথে বিরোধ। আদালতে চলছে মামলা। এর প্রেক্ষিতে উক্ত জমিতে মোকাম পটুয়াখালী জেলা জজ আদালত দেংমংনং-১৯৯/১০ নিষেধাজ্ঞা জারি করেছেন।
স্থানীয় কিছু প্রভাবশালী কুচক্রী মহলের ছত্র-ছায়ায় আদালতের নিষেধাজ্ঞা জমিতে জোর পূর্বক পাকা স্থাপনা র্ণিমান কাজ চালাচ্ছে। ফলে মহিপুর থানা পুলিশের সহযোগিতা চাওয়ার পাশাপাশি গণমাধ্যম নিয়ে ঘটনা স্থলে হাজির হয়ে র্ণিমানকাজ বন্ধরাখার জন্য বলা হয়। তাতে তারা কাজ বন্ধ না করলে মহিপুর থানা পুলিশ সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেয়।
কিন্তু বিরোধিয় ওই ভূমি দস্যু সাইফুল কবির মোকাম কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজী মামলা দেয়। মামলায় ৫ জনের নাম উল্লেখ এবং ১৫/২০ জন অজ্ঞাত নামা আসামী করে, যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। মামলার বিবরণীতে ঘটনার সময় ২১ মে সকাল ৮টা হইতে ১০ টা পর্যন্ত কিন্তু লক্ষনীয় বিষয় হচ্ছে ওই সময় ঘটনা স্থলে গণমাধ্যম উপস্থিত ছিলো।
এ ব্যাপারে ঘটনা স্থানে উপস্থিত কলকাতা টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, তারা ৮টা হইতে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ঘটনা স্থলে ছিলো কিন্তু মারাধর বা চাঁদাবাজির কোনো ঘটনা দেখেননি এবং তাদেও ক্যামেরায়ও ধরা পরেনি। ক্যামেরায় যেটা এসেছে পাকা স্থাপনা ণির্মান কাজ চলছে।
চাঁদাবাজী মামলার তীব্র নিন্দা জানিয়ে মোঃ মোতালেব আরো বলেন, জমাজমি সংক্রান্ত বিরোধ ও মামলা চালাতে অর্থনৈতিক ভাবে দূর্বল বিধায় অর্থ সহায়তা দেবে মমের্, স্থানীয় লতাচাপলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ ফকিরের সাথে চুক্তি হয়। দুই ভাগে যে সম্পত্তি আসে ওই সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তার। কিন্তু বিভিন্ন কলাকৌশল দেখিয়ে তার নিজের নামের পরিবর্র্তে ছোট ভাই কালাম ফকিরের নামে মোকাম পটুয়াখালী নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিট করা হয়েছে। কিন্তু মামলা চালানোর জন্য টাকা পয়সা দেওয়া তো দুরের কথা এফিডেভিট চুক্তি পত্র পেয়েই ছায়েদ ফকির উল্টো অপর পক্ষ্যের সাথে যোগসাজসে মিথ্যা চাঁদা বাজী মামলা দিয়ে ফাঁসাচ্ছে এবং সেই জমি দখল করে জোর পূর্বক পাকা স্থাপনা র্ণিমান কাজ চালিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ তার লোভের কারণে পশুত্ব আচারণ করতেও দিধা করেনা। থানা পুলিশ যখন ঘটনা স্থলে যায় তখন কাজ বন্ধ রাখে, ফিরে এলে ওই দস্যুরা পুনরায় কাজ শুরু করে।
এঘটনায় লতাচাপলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাইদ ফকির জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানেননা। ওই জমির অংশীদার তার ছোট ভাই কামাল ফকির।
চাঁদাবাজী মামলার বাদী মোঃ ছাইফুল কবির জানিয়েছেন, আদাল নিষেধাজ্ঞা জারি করে এক সপ্তাহের মধ্যে কাগজ পত্রাদি জমা দিতে বলেছেন। তারা আদালতে কাগজ পত্র জমা দিয়েছেন এবং আদালত তাদেরকে কাজ করার অনুমতি দিয়েছেন। আদালতের দেয়া অনুমতি পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি ছাইফুল কবির।
এব্যাপারে মহিপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের জানিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞা জমিতে কেউই কোনো প্রকার কাজ করিতে পারিবেনা। জমাজমি সংক্রান্ত বিষয় আদালতের। কোন প্রকার সহিংসতা যাতে না ঘটে এতে তারা তৎপর রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।