নির্ভুল বার্তা ডেস্ক:
১১৪ পটুয়াখালী (৪)কলাপাড়া আসনের মহিপুর থানাধীন দুটি ইউনিয়নে নির্বাচন শুরু হয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে ৭ নং লতাচাপলী ও ৯ নং ধুলাষার ইউনিয়ন। ভোট গ্রহণ ১৫ ই জুন,মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৭ মে। আওয়ামী লীগের দলিয় মনোনয়ন পেতে বহু নেতাদের দৌর ঝাপের মধ্যো দিয়ে ৭ নং লতাচাপলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃআনছার উদ্দিন মোল্লা ও ৯ নং ধুলাষার ইউনিয়নে মোঃ মোদাচ্ছের হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। আ’লীগের দলিয় মনোনিত প্রার্থী আনছার উদ্দিন মোল্লাকে আজ বেলা ১১ টার দিকে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক নেতা কর্মীরা মহিপুর থানা এলাকার শেখ রাসেল সেতুতে স্বাগত জানান। এ সময় প্রার্থীকে নৌকা মার্কার স্লোগান স্লোগানে ফুলের মালাদিয়ে বরণ করেন। বরণ শেষে মৎস্য বন্দর আলিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমাপনী বক্তব্য রাখেন, নৌকা মার্কার প্রার্থী আনছার উদ্দিন মোল্লা। এ সময় তিনি বক্তব্যে বলেন, আ’লীগ জাতে মাতাল তালে ঠিক। মনোনয়নের পূর্বে যে যাই করুক না কেন সেটা তাদের অধিকার। দল যাকে মনোনীত করে সবাই আবার এক হয়ে কাজ করে। দলীয় সকল নেতা কর্মীদের পিছনের রাগ, ক্ষোভ ভুলে গিয়ে ১৫জুন নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।