মহিবুল্লাহ পাটোয়ারী, স্টাফ রিপোর্টার :
মহিপুরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও শহীদ দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে । এ উপলক্ষে সকালে মহিপুর থানা পুলিশ, প্রেসক্লাব ‘ আওয়ামীলীগ, থানা যুবলীগ, থানা শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও থানা ছাত্রলীগের পক্ষ থেকে মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ও রেলী ও আলোচন সভার আয়োজন করা হয়।
ফুলেল শ্রদ্ধার আগে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, থানা যুবলীগ নেতা ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ মোল্লা, থানা যুবলীগ নেতা ও মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, সাধারণ সম্পাদক জামাল হোসেন সরদার, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুগ্ম আহবায়ক সাহরীয়ার সুমন, মহির হাওলাদার, থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক রুবেল হাসান সহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।