ঢাকাSaturday , 24 May 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ২২০ বছর বয়সি গাছে সূর্যপুরী আম।।

rabbi
May 24, 2025 4:26 pm
Link Copied!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে থোকায় থোকায় ঝুলছে আম। প্রায় ৭৩ শতক জমিজুড়ে বিস্তৃত গাছটি থেকে এবার ৩০ থেকে ৪০ মণ আমের আশা করছেন মালিক দুই ভাই নূর ইসলাম ও সাইদুর রহমান। বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা মন্ডুমালা গ্রামে সুবিশাল ঐ সূর্যপুরী আমগাছ এলাকায় গিয়ে দেখা যায়, দেখতে বাগান মনে হলেও একটি গাছেই ঝুলছে আম। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট।

গাছটির অদ্ভুত দিক হলো ডালগুলো। দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো উঁচু-নিচু। মূল কাণ্ড থেকে বেরিয়েছে ২০টির মতো শাখা। গাছটির শাখাগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৫০ ফুটের মতো।

গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। এদিকে দৃষ্টিনন্দন আম গাছটি দেখতে দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে ছুটে এলেও জায়গাটিতে এখনো বিনোদনের তেমন কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। মোঃ সিয়াম নামের এক দর্শনার্থী বলেন, গাছটি দেখার জন্য প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আমার মতো অনেকেই আসেন। কিন্তু দর্শনার্থীদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। গাছটি ঘিরে পুরো এলাকাটির আরও সৌন্দর্যবর্ধন করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।