ঢাকাSunday , 11 May 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় নানা আয়োজনে বর্ণিলভাবে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

MD. Mizanur Rahman
May 11, 2025 6:55 am
Link Copied!

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

রবিবার (১১ মে) সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার এলাকা। নতুন সাজে সজ্জিত বিহারে কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার শত শত রাখাইন নারী-পুরুষ হাজির হন ধর্মীয় অনুষ্ঠান পালন ও প্রার্থনায় অংশ নিতে।

দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সূত্র পাঠ, সূত্র শ্রবণ এবং সমবেত প্রার্থনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় গৌতম বুদ্ধের স্মৃতির প্রতি। পাশাপাশি অনুষ্ঠিত হয় পিণ্ডদান, বোধিবৃক্ষে জল প্রদান, আহারদান, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।

স্থানীয় রাখাইন সম্প্রদায়ের একাধিক ধর্মীয় নেতা জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহারে গত দুই দিন ধরেই নানা কর্মসূচি পালিত হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা, দান-ধর্ম এবং বুদ্ধের জীবনকথা নিয়ে আলোচনাসভা ছিল এ উৎসবের বিশেষ আকর্ষণ।

বৌদ্ধ ধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই পুণ্য তিথিতেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সেই স্মৃতিতেই বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি তাঁদের সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের গভীর বহিঃপ্রকাশ বলেও জানান, মিশ্রিপাড়া বৌদ্ধ বিহারের পরিচালক উত্তম ভিক্ষু।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।