ঢাকাTuesday , 24 December 2024
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে‌ দুঃস্থদের কম্বল উপহার দিলো মানবিক সমাজসেবা সংগঠন

rabbi
December 24, 2024 7:53 am
Link Copied!

মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের শীত নিবারণে কম্বল উপহার দিয়েছে মানবিক সমাজসেবা সংগঠন। সোমবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রত্যেক অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রকে একটি করে কম্বল উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে মানবিক সমাজসেবা সংগঠনের সভাপতি রিপন সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজামউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মহিপুর প্রেসক্লাবের সদস্য ও সংগঠনের উপদেষ্টা মাইনুদ্দিন আল আতিক, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ হোসাইন ও মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমরান শিকদার, কোষাধ্যক্ষ জাহিদ জিয়া, তদন্ত বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কাওসার, সদস্য আনিচ মীর প্রমুখ।
সংগঠনের সভাপতি রিপন সাব্বির বলেন, ‘আমরা সংগঠনের সূচনালগ্ন থেকেই বিনামূল্যে ব্লাড গ্রুপিং, অসহায়, দুঃস্থ ও মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছি। তারই অংশ হিসেবে আজ ৫০ জন হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বছর ২০০ জনকে কম্বল দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
মানবিক সমাজসেবা সংগঠনের শীত নিবারণে কম্বল উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।