ঢাকাFriday , 13 December 2024
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ভূমি দস্যু নজরুলের করাল গ্রাসে ৯ একর জমি প্রকৃত মালিকদের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদাবাজী মামলা।

rabbi
December 13, 2024 2:49 pm
Link Copied!

মহিপুর প্রতিনিধিঃ
কুয়াকাটার মহিপুর থানার মনহর পুর গ্রামের ভূমি দস্যু নজরুল ইসলাম (৭৪) দীর্ঘ বছর যাবৎ ৯ একর জমি যোর জবর দখলে নিয়ে ভোগ দখল করার অভিযোগ পাওয়া গেছে। ১৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে মোস্তফা ফকিরসহ একাধিক অভিযোগকারীরা বলেন, জে এল ২৭ নং ইউসুফ পুর মৌজা ২৫৬নং এস এ খতিয়ানের ২৬৫,২৬২,২৬৩সহ কয়েকটি দাগের অংশ হইতে মোট ৯ একর জমির মালিকানা তাদের।

উক্ত জমি নিয়ে মোকাম কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে, দেংমোং নং ৪৭৮/২০২৪৷ কিন্তু মনোহর পুর গ্রামের আঃ কাদের হাওলাদারের পুত্র নজরুল ইসলামের বেপারোয়া দস্যু তার ফলে তাদের ৯ একর জমিসহ আরো অন্যান্য মানুষের প্রায় ১শ একর জমি যোর জবর ভোগ দখল করছে। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন স্বাধীনতার পর প্রকৃত ভূমি মালিক মোস্তফা ফকির (৫৮) উক্ত জমিতে বসত ঘর নির্মান করেন। আরেক অভিযোগ কারী মোঃ সাদেক ফকির বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি বিধায় বর্তমান ওয়ারীশের সংখ্যা প্রায় ২৩ জনের বেশী, ভূমি দস্যু নজরুল ৯ ডিসেম্বর ২০ ইং ভূমি দখলসহ ১০লাখ টাকা চাদাবাজির মিথ্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রকৃত ভুমি মালিক ২৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং ১৬৩৫/২০২৪। অভিযোগকারীর ভূমি দস্যু নজরুলের হাত থেকে ৯ একর ভূমি উদ্ধারসহ ১০ লাখ টাকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।

এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, উক্ত জমির মালিকরা তার কাছে বিক্রি করেছ, তিনি ক্রয়কৃত মালিক। তিনি কারো জমি যোর জবর দখল করেন নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।