টাঙ্গাইল প্রতিনিধি
‘ছাত্র-জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌর শহরের কালেক্টরেট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
বিআরটিএ’র টাঙ্গাইল সর্কেলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা আক্তার, টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক মহিউজ্জামান মুক্তা প্রমুখ।
পরে জেলা নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই’র নেতাকর্মী, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।