কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানব জমিন ও বিজয় টিভির কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির’র বাবা মো: হামেজ হাওলাদার (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। রবিবার বিকেল ৫ টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, কুয়াকাটা পৌর সভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত তার বড় ছেলে শাহজাহান এর বাড়িতে মারা যান তিনি। রাত সাড়ে নয়টায় পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করার কথা রয়েছে।
তার মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সকলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।