নির্ভুল বার্তা ডেস্ক :
মিজানুর রহমান (মিজান) সভাপতি, সাইখুল ইসলাম উজ্জ্বল সাধারণ সম্পাদক
‘জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে শাপলা চত্বর, মতিঝিল ৪৮/১, ইউসুফ ম্যানশন (চতুর্থ তলা) সংগঠনের অস্থায়ী কার্যালয় মো. মিজানুর রহমান (মিজান) এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সংবাদ কর্মীর সমন্বয় ২৫ সদস্য বিশিষ্ট জেএসকেএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২৩ মে) সভাপতি এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সহ সভাপতি মো. আনেয়ার হোসেন (দৈনিক সাথী), এ্যাড. বেলায়েত হোসেন (আশ্রয় প্রতিদিন), মো. মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), করিম ইসাহাক (সময় টিভি), মো. কবির হোসেন খান (দেশ বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক, মনির হোসেন (আনন্দ টিভি), মাসুম বিল্লাহ (এনবিএস), অর্থ সম্পাদক মো. মুছা কালিমুল্লাহ (দৈনিক আলোর জগৎ), সাংগঠনিক সম্পাদক মো. হামিম (দৈনিক যুগান্তর), মো. পলাশ হোসেন (বাংলা ভিশন), দপ্তর সম্পাদক, আবদুল্লাহ আলহাদী, (আজকের প্রভাত), প্রচার সম্পাদক, খান মেহেদী, (ঢাকার বার্তা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, ইমরান হোসেন (কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আরিফুর রহমান (বাংলা টিভি), কল্যাণ সম্পাদক, রিয়ন ইসলাম সোহাগ (দৈনিক অগ্নীশিখা), নারী বিষয়ক সম্পাদক, মরিয়ম চম্পা (মানব জমিন), কার্যনির্বাহী সদস্য, হারুন অর রশিদ খান, মো. বজলুর রহমান, কে এইচ মোস্তাক আহম্মেদ, আমিনুল ইসলাম আহাদ, মো. রিপন আহমেদ, মফিজুল ইসলাম জামাল ও রিপন হাওলাদার।
এ সময় জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি মো. মিজানুর রহমান (মিজান) সংগঠনের সকলের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের দাবি আদায় ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সব সময় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) নিরলসভাবে কাজ করে যাবে এবং বাংলাদেশের ৬৪টি জেলায় আমাদের কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে সকল সাংবাদিকদেরকে ট্রেনিং এর আওতায় এনে দক্ষ ও স্বচ্ছ সাংবাদিক হিসেবে গঠন করা হবে। যাতে সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে পারেন।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন বন্ধে জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)‘র সাথে থেকে সংগঠনের দাবি আদায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের ওপর নির্যাতন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ, কর্মসূচি ও আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয় বলে জানান সংবাদকর্মীরা। সভায় অপসংবাদিক রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) এর নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)‘র নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল।