মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীতে পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
শনিবার (১ অক্টোবর) সকালে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে প্রায় শতাধিক এ্যাম্বুলেন্স নিয়ে যান্ত্রিক র্যালীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরে পাঁচ দফা দাবির পক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।
এসময় সংগঠনটির সভাপতি ও শ্রমি নেতা শাহিন মৃধা, সাধারণ সম্পাদক শাকিল মৃধাসহ এ্যাম্বুলেন্স মালিক ও চালকরা অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন, আমাদের ৫ দফা দাবী এ্যাম্বুলেন্স চলাচলের জাতীয় নীতিমালা প্রনয়ণ, এ্যাম্বুলেন্স আয়কর মুক্ত, বানিজ্যিক রেজিষ্টেশন, দেশের সকল রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রী বাস্তবায়ন, এ্যাম্বুলেন্স এ (৮) আট সিটের আসন অনুমোদন ও সকল হাসপাতালের এ্যাম্বুলেন্স পার্কিং এর সুবিধা চাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।