পটুয়াখালীর ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকা কর্মীদের দু’দফা হামলায় স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদদ সিকদার (৫৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥
মঙ্গলবার সন্ধ্যায় খাপড়াভাঙ্গা সোনখোলা গ্রামে এবং দুপরে বরকতীয়া মৃধা মার্কেটে এ হামলার
ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ওই প্রার্থী ও তার কর্মি রাকিবুল ইসলাম (২৬) কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে ওয়াদুদ সিকদার তার কর্মিদের নিয়ে নির্বাচনী প্রচারনায় মৃধা মার্কেটে গেলে গেলে নৌকা কর্মীরা তার
উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি এবং তার বেশ কয়েকজন নেতাকর্মী সামান্য আহত হন।
পরে সন্ধ্যায় তিনি সোনখোলা গ্রামে
নির্বাচনী প্রচারনায় গেলে ফের বাদশা, নসা মৃধা, জাহাঙ্গির মাষ্টার, রুমান, রিপন ও বাচ্চু ফকিরসহ নৌকার অন্তত অর্ধশত নেতাকর্মী তাদের উপর
হামলা চালায়।
এতে স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদার ও তার কর্মী রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। এছাড়া তার ছেলে সুজন ও কর্মী তানিয়াসহ
অন্তত ১০ জন আহত হয়। এ বিষয়ে নৌকা সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের সাথে
মুডোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছিল অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।