ঢাকাSunday , 3 April 2022
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. কুয়াকাটা এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. তথ্যপ্রযুক্তি
  11. দূর্ঘটনা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. সম্পাদকীয়
  15. সাংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

জিকির

rabbi
April 3, 2022 5:19 pm
Link Copied!

সোহাগ রানা
আল্লাহ আল্লাহ মুখে বলে
জিকির সেটা নয়।
আল্লাহ নামের ধ্যানের ঘরে
গোপন জিকির হয়।
তসবিদানা হাতে নিয়ে কেউ
জিকিরে দেয় পাল্লা,
লোক দেখানো জিকির করে
লা শারিক আল্লাহ।
কেউ আবার জিকির করে
হয়ে ধ্যানে মগ্ন,
কারো জিকিরে হয় কভু
শিশুর ঘুম ভগ্ন।
উচ্চস্বরে জপে কেহ আবার
ইয়া রাব্বি হাসবি।
মুখে দেয় গালি সে
হাতে থাকে তসবি।
এভাবে কর যদি জিকির
ওহে মুমিন ভাই।
দশ লতিফার জিকির তবে
আদায় হয় নাই।
অঙ্গ প্রত্যাঙ্গে জিকির হয়,
হয় খোদাই স্বরণ।
কাশফ তাতে খুলে যাবে
এই দেহর তোরণ।
সকালবেলা কিছু সময়
আল্লাহ আল্লাহ করি।
পশুর গলায় দড়ি নাই
মাঠে দিয়াছে ছাড়ি।
খাইল কত শস্য ফসল
খাইল কত দানা।
ওয়াজ নসিহত মসলা মসিয়ত
সবই আছে জানা।
হুক্কুর হাক্কুর কত জিকির
চলছে দেখি ভবে।
ইচ্ছা মত জিকির করে
যে যার মত সবে।
এই সমস্ত ধান্ধা বাজির
জিকির ফিকির ছাড়ি।
হক পীরের দিক্ষা নিয়ে
সঠিক জিকির করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।