মহিপুর প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে ১২ পিচ ইয়াবা ও ১৮ গ্রাম হেরোইন সহ ১ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিপুর থানা সড়ক সংলগ্ন একটি খোলা অটো ভ্যান থেকে ১২ পিচ ইয়াবা ও ১৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
এসময় অটো চালক বরগুনার ফুলঝুরি এলাকার টুটুল হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২০) কে আটক করা হয়।
আটককৃত রনি মহিপুরের আলিপুরে একটি ভাড়া বাসায় থেকে আটো চালানোর পাশাপাশি বাদল ডেকরেটরে কাজ করে বলে জানাগেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ বলেন আমাদের মাদক বিরোধী অভিযান প্রতিদিনই চলে আসছে তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সফল একটি অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। এসময় আটককৃত ঐ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।