ঝিনাইদহে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বড়াই গ্রামের তরিকুল ইসলাম। তিনি দিনমজুরির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহণের একটি বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এ সময় নিহত হন তরিকুল ইসলাম। আহত হন তার স্ত্রী ও অপর এক ব্যক্তি।
নিহত তরিকুল ও তার স্ত্রী পাশের বাজারে যাচ্ছিলেন। বাড়ির সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসচালক পালিয়ে গেছে। তবে বাসটি পুলিশ জব্দ করেছে।