মোঃ সোলায়মান গাজী,কুয়াকাটা থেকেঃ
কুয়াকাটা নৌ পুলিশের অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমূদ্রে মাছ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে ।
নৌ পুলিশ বরিশাল জোনের পুলিশ সুপার কফিল উদ্দীনের নির্দেশনায় কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ আক্তার মোর্সেদের নেতৃত্বে এএসআই কামরুলের সঙ্গীয় ফোর্স দ্বারা বুধবার দিনভর কুয়াকাটা সংলগ্ন চর বিজয় এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার জ্বাল, ৭ টি বোট সহ ১১ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের বাড়ি যথাক্রমে রাঙ্গাবালি, গলাচিপা, ও পানপট্টি এলাকায়।
নৌ পুলিশের বরিশাল জোনের এসপি কফিল বলেন আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এসময় তিনি আরো বলেন যেসকল জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্রে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।