হাফিজুর রহমান আকাশ, কলাপাড়া থেকে।
কলাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে কর্মপ্রত্যাশী বেকার যুবকদের আত্মকর্মী সৃজনে যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে সাত দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফেরদৌস রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
উক্ত প্রশিক্ষনে ১৮ থেকে ৩৫ বছর বয়সের ২৫ জন বেকার যুবক-যুবতি অংশগ্রহন করেন।